কবি মাহমুদুল হাসান শান্ত এর দুটি কবিতা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪ মাহমুদুল হাসান শান্ত ।। শিরে বিজয়, সূর্য হাসে, লাল সবুজের তোর, স্বাধীনতার মাটি জুড়ে, গৌরব অম্লান ভোর। নদী গেয়ে শান্তি শপথ, বাতাস বলে গান, বাংলার জয়, ত্যাগের স্মৃতি, রক্ত ঝরার প্রাণ। পাখি ডাকে মুক্তির তানে, শস্যে সোনার ছোঁয়া, স্বাধীনতার স্বপ্ন জাগে, আলো মেখে রোয়া। তোমার ত্যাগ, বীরের গল্প, জাগায় হৃদয় ভরে, স্বাধীনতা ছড়ায় গন্ধ, বাংলার ফুলের ঘরে। লাল সবুজের পতাকা ওড়ে, বিজয়ীর গান বাজে, তোমার কীর্তি, বাংলার মাটি, আজো হৃদয় সাজে। তোমার ত্যাগে স্বাধীনতা, বিজয়ী বাংলার পথ, ১৬ ডিসেম্বর জুড়ে, জাগে গৌরবের রথ। কবিতা: রাস্তায় ঘোড়ার গাড়ি কলমে :মাহমুদুল হাসান শান্ত ঘোড়ার গাড়ি ছুটে চলে ব্যস্ত শহর পথে, দুই পাশে ভিড় জমে নানা রঙের রথে। চাকার শব্দে মিশে যায় মানুষের কোলাহল, দিনের আলোয় কেটে যায় জীবনের অনল। রাশ ধরে বসে আছে এক চালকের হাত, ঘোড়াগুলি ছুটছে যেন মুক্তির উল্লাসে মাত। গাড়ির পেছনে মানুষ বসে হাঁপিয়ে ওঠে, ছুটির দিনে সময় যেন স্বপ্নকে পোষে। ধূলিমাখা পথের ধারে দোকানিদের ডাক, জীবনের রঙ ছড়ায় চলমান এই শাখ। বাচ্চারা হাসে, বড়রা চেয়ে দেখে ছবি, এমন দৃশ্য মনে জাগায় আনন্দের রবি। গ্রাম থেকে শহরে, স্মৃতি ফিরে আসে, ঘোড়ার টগবগ ধ্বনি মনকে দেয় ভাষা। সময় বদলায়, তবু ঐতিহ্য বেঁচে থাকে, মনের গহীনে সুখের ছায়া যে এঁকে রাখে। সময় যেন থেমে নেই, ঘোড়াও ছুটে চলে, জীবনের চাকা ঘোরে, সময় নিত্য বলে। মাটির গন্ধ মিশে যায় রাস্তায় গড়ানো ধূলি, ঘোড়ার গাড়ি জাগায় স্মৃতি, ছুঁয়ে যায় বুকখুলি। SHARES সারা বাংলা বিষয়: