ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪ ছাইদুল ইসলাম।।নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকানে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি উদ্বোধন করা হয়েছে।রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাতটার সময় উপজেলার সাপ্তাহিক হাট বাজার ধামইরহাট চত্বরে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “প্রান্তিক আয়ের মানুষের কথা বিবেচনা করে আজ থেকে প্রতি সপ্তাহ রোববার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যের দোকানে ২৫০ গ্রাম গরুর মাংস ১৫০ টাকা, ৫০০ গ্রাম-৩০০ টাকা এবং ১ কেজি ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। সুতরাং এখন থেকে যে কেউ চাইলেই ২৫০ গ্রাম বা এক পোয়া গরুর মাংসও কিনতে পারবেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ওয়াজেদ আলী,তিনি বলেন প্রতিটি মানুষ যেন কিনতে এবং খেতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ, স্বল্প আয়ের মানুষ যেন অল্প হলেও কিনে খেতে পারে।আমাদের উদ্যোগ চলমান থাকবে ইনশাল্লাহ। মাংস কেনতে আশা একজন ক্রেতা বলেন,আমরা অল্প হলেও মাংস কিনে খেতে পারবো এই জন্য প্রসাশন ধন্যবাদ জানাই।প্রসাশনের এমন উদ্যোগকে এলাকা বাসী তথা আপামর জনগণ সধুবাদ জানিয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: