দেবহাটায় যথাযথভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪ রিয়াজুল ইসলাম ।। যথাযোগ্য মর্যাদায় দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,দেবহাটা রিপোর্টার্স ক্লাব, উপজেলা ছাত্রদলসহ বেশ কিছু সামাজিক সংগঠন। পরবর্তীতে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। SHARES সারা বাংলা বিষয়: