গাজীপুরে বিজয় দিবস উপলক্ষ্যে আশা’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪ কামাল হোসেন।।গাজীপুর সদর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের সড়কঘাট বাজার এলাকায় আশা পিরুজালী স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এম. জি. রায়হান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিরিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম।দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ছিল সাধারণ চিকিৎসা সেবা, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী শিশু-কিশোরদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো।আশার করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রতি বছর লক্ষাধিক মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র ও স্যানিটেশনসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এসব কার্যক্রমের অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে সরবরাহ করা হয়ে থাকে।আশা পিরুজালী স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের সাথে কথা বলে জানা গেছে, পিরুজালী গ্রামের গরিব, অসহায় এবং খেটে খাওয়া মানুষের নামে মাত্র ফি নিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। বিভিন্ন ফ্রি ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা৷ সুশীল সমাজের ব্যক্তিরা মনে করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক উন্নয়নে আশা’র প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। SHARES সারা বাংলা বিষয়: