ধামইরহাটে বিজয় দিবসে চারু-কারু ও স্হানীয়ভাব তৈরি পূন্যের মেলা উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪ ছাইদুল ইসলাম।।নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে একদিনব্যাপী বিজয় মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটার সময় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান ফিতা কেটে বিজয় মেলার উদ্বোধন করেন। এতে চারু কারু ও স্থানীয় ভাবে শিল্প পণ্যের ২৪টি স্টলসহ উপজেলা প্রশাসনের বিজয় মেলা নিয়ন্ত্রণ কক্ষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজয় মেলার স্বাস্থ্য সেবা কক্ষ, পুলিশের বিজয় মেলার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরপর বিকেলে চারু কারু ও স্থানীয় ভাবে শিল্প পণ্যের স্টল প্রধানদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: