কলমাকান্দায় লরি চালকের মরদেহ উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
নাজমুলহুদা। । নেত্রকোনার কলমাকান্দায় এক লরি চালকের মরদেহ উদ্ধার করেছে – দমকল বাহিনী। নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)। তার বাড়ী কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়ায়। ওই গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। সে পেশায় একজন লরি চালক।আজ শুক্রবার ভোরে কোন এক সময় কলমাকান্দা-ঠাকুরাকোনা সওজ সড়কের আশারানী নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় ও দমকল বাহিনীর সুত্রে জানা গেছে,  গেছে,কলমাকান্দার কোন জায়গায় থেকে বালু বোঝাই করে আশারানী নামক এলাকায় দিয়ে যাওয়ার সময় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নীচে চাপা পড়েন। এতে করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আজ সকালে এ ধরনের সংবাদ পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। পরে লরির চালক নিলয় দাসের মরদেহ উদ্ধার করেন।এবিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত নিলয় দাসের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।