কালীগঞ্জে লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
মোঃ সোহাগ আলী ।। ঝিনাইদহের কালীগঞ্জে নজির আহমেদ নামের এক কৃষকের ১০ কাঠা জমির ধরন্ত লাউগাছ কেটে দিযেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বাকুরিয়া গ্রামের মৃত তছের আলী মোল্লার ছেলে কৃষক নজির আহমেদের লাউ ক্ষেতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক নজির আহমেদ জানান,আমার বাড়ি থেকে প্রায় ৭০০ ফুট উত্তরে নিজের চাষাবাদকৃত ১০ কাঠা জমির ধরন্ত লাউ গাছ কে বা কারা রাতের আঁধারে কেটে দেয়। ওই জমিতে প্রায়৭০ টি লাউ গাছ ছিল। শুক্রবার হাটে আজ কাটা গাছ থেকে ১০০ টি লাউ বাজারে বিক্রি করেছি ১৭০০ টাকায়। আমি এর আগে ৬ বার
ওই জমি থেকে লাউ তুলে বাজারে বিক্রি করেছি। এভাবে লাউ গাছ গুলো কেটে ফেলায় আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেল। তিনি বলের এলাকার কেউ শত্রুতামূলক ভাবে এ ধরনের ঘটনা ঘটাতে
পারেন বলে ধারণা করছেন কৃষক নজির আহমেদ। লাউ গাছ কাটার ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, লাউগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।