দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে।২২ ডিসেম্বর ২০২৪, রোববার দুপুর ১২টায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার পলাশবাড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবুল কাশেমের নেতৃত্বে একটি দল মো. মমিনুল ইসলাম (৩৫)-এর নিজ বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে তার শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ফেনসিডিলের প্রতিটি বোতলে ১০০ এমএল করে মোট ৮ লিটার তরল মাদক পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর নিশ্চিত করেন।আটক মো. মমিনুল ইসলাম বিরল উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সারাঙ্গাই গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে।