কেন্দুয়ায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
কোহিনূর আলম ।। দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয় ।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রের নাগরিকদের অভিভাবক হচ্ছে রাষ্ট্র । রাষ্ট্রের বিভিন্ন কর্মসূচি ও কর্মকাণ্ড নাগরিকদের মধ্যে সুষম বণ্টনের মাধ্যমে রাষ্ট্র তার দায়িত্ব পালন করে । আর এ সব কাজে সহযোগিতা করতে পারে নাগরিক ; বিশেষ করে যুব সমাজ । প্রত্যেকে  তার অবস্থান থেকে সেই ভূমিকা পালন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও সমাজ বিনির্মানে অনেক দূর এগিয়ে যেতে পারবো । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ইউনূস রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহয়তাকারী সংস্থার সভাপতি শাহ আলী তৌফিক রিপন, প্রশিক্ষনার্থীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ।