খুলনা ভাঙ্গা জংশন হয়ে পদ্মাসেতু পার হয়ে ঢাকায় গেলো রেল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

মোঃ রিপন শেখ।। খুলনা থেকে ভাঙ্গা জংশন  হয়ে পদ্মাসেতু পার হয়ে ঢাকায় গেলো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। সকাল ৮টা ১৩ মিনিটে খুলনা থেকে ভাঙ্গা জংশন স্টেশনে পৌছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ের ৪২ মিনিট পরে সকাল ৮ টা ৫৫ মিনিটে সুসজ্জিত ট্রেনটি ভাঙ্গা জংশন স্টেশনে এসে পৌছায়। সকাল ৮ টা ৫৮ মিনিটে ট্রেনটি ভাঙ্গা জংশন স্টেশন থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। ট্রেনটি যাত্রীতে পরিপূর্ণ ছিলো। ভাঙ্গা জংশন স্টেশন থেকে ৪৮ জন যাত্রী উঠে। ট্রেনটি দেখতে স্থানীয় উৎসুক জনতার এসময় ভিড় ছিলো। যাত্রীরা হাত নেড়ে ভাঙ্গাবাসী কে অভিনন্দন জানান।রেলওয়ে জংশন স্টেশনের পাশের ভাঙ্গার বামনকান্দা গ্রামের বাসিন্দা মাসুদ  মোল্লা (৫২) জানান, ইতিহাসের সাক্ষী হতেই স্টেশনে এসেছি। খুব ভালো লাগছে।ভাঙ্গা রেলজংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. সাকিবুর রহমান আকন্দ বলেন, আমরা যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করেছি। এ লাইনে আজ থেকে আনুষ্ঠানিক ট্রেন যাত্রা শুরু হলো। মানুষের সাড়া আছে ব্যাপক ভাবে।