সিরাজগঞ্জের চৌহালীতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ইউএনও, সেনাবাহিনীর মনিটরিং দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪ হাফিজ মোহাম্মদ হক।। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মেডিক্যাল মোড় এলাকার বিভিন্ন বাজার মনিটরিং করেছে প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ৪টার দিকে শাকসবজিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়। মনিটরিং টিমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ( ভার:) শওকত মেহেদী সেতু । এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। দোকানে অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, নির্ধারিত মূল্যতালিকা না থাকাসহ চড়ামূল্যে পণ্য বিক্রির অপরাধে এক দোকান মালিক কে ৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শওকত মেহেদী সেতু বলেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে দোকান মালিকদের অবহিত করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রতিটি দোকানে ঝুলিয়ে দিতে বলা হয়েছে। কোনো দোকানে মূল্যতালিকার বাইরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগ পেলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর পাপাপাশি তিনি প্রত্যেক দোকান মালিককে পলিথিন ব্যাগ ব্যবহার করতে নিষেধ করেন। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে জাটকা মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে সতর্ক করেন ইউএনও। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদারসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: