নাটোরে ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

ফরহাদুজ্জামান ।।উপসচিব পদে সকল কোটার অবসান চাই’ জনবান্ধব সিভিল সার্ভিস চাই’ এ স্লোগান নিয়ে নাটোরে অন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ক্যাডাররা মানববন্ধন করেছেন।বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে বিলুপ্ত করতে যাচ্ছেন। তা থেকে আপনারা ফিরে আসবেন। উপসচিব পদটি সরকারের পদ, এটা একক কোনো ক্যাডারের পদ নয়। সকল ২৬ বিসিএস ক্যাডাররা উন্মুক্ত পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে মেধার ভিত্তিতে উপসচিব পদ দিতে হবে। তাহলে সকল বৈষম্য দুর হবে। প্রশাসন ক্যাডাররা একক সব সুযোগ-সুবিধা গ্রহণ করছে। ২৬ বিসিএস ক্যাডার মধ্য কোনো বৈষম্য থাকা যাবে। যে বৈষম্যের জন্য আমাদের সন্তানরা আন্দোলন করলো, সেই বৈষম্য কোনো ক্যাডারে থাকবে কেন। এক সঙ্গে পাশ করে বিভিন্ন পদে চাকরি করছি। কিন্তু প্রশাসন ক্যাডাররা উপসচিব পদে পদায়ণ হচ্ছে। আমাদের জোর দাবী ২৬ ক্যাডারদের মধ্য কোনো বৈষম্য থাকা যাবে না। যা দ্রুত দূরীকরণ করতে হবে।এসময় মানববন্ধনে বক্তব্যে দেন- নাটোর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তফা জামান,নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, নাটোর সিভিল সার্জনের অফিসার ডা. মো. রাসেলসহ সরকারী বিভিন্ন দফতেরর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।