কেন্দুয়ায় ১০লাখ টাকার মাছ নিধন ও লুটপাটের ঘটনায় থানায় মামলা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ফিসারীতে বিষ প্রয়োগে মাছ নিধন এবং পরবর্তীতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে ।গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামের মোঃ সবুজ মিয়া (৪২) বাদী হয়ে একই গ্রামের আব্দুল হাই (৫৫), নূরু মিয়া (৪২), সাইফুল ইসলাম (৪৫), আনু মিয়া (৩০), ইয়াছিন (২০) ও সোয়াইব (২০) সহ মোট ছয় জনের নামে এ এজাহার দায়ের করেন ।এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াই ঘটিকায় বাদীর বসত বাড়ীর সামনে চান্দেরকুড়ি বিলের উত্তরপার্শ্বে কাঁচা রাস্তার নিকটবর্তী বাদীর স্বত্ব দখলীয় ফিসারীতে প্রায় ১০লাখ টাকার মাছ বিষ প্রয়োগে ক্ষতিসাধন করে আসামীগণ । এই সময়ে বাদী ফিসারীর পাড়ে পাহাড়াদারের রুমেই ছিলেন । শব্দ শুনে টর্চ লাইট নিয়ে এগিয়ে গেলে হুমকি দমকি দিয়ে চলে যায় তারা । এরপর এই ঘটনার বিষয়ে আসামীদের নাম ধরে লোক মুখে বলাবলি করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে গত ২২ ডিসেম্বর বিকাল আনুমানিক তিন ঘটিকায় বাদীর বসত বাড়ীতে আক্রমণ করে । এলোপাতাড়িভাবে কোপাইয়া ও বাইরাইয়া ঘরে রক্ষিত ১টি সুকেস, ২টি ড্রেসিং টেবিল, ১টি রঙিন এল. ই. ডি. টিভি ভাংচুর করে অনুমান ১লাখ ২০হাজার টাকার ক্ষতি সাধন করে । তাছাড়া সুকেসের ড্রয়ারে ফার্মের মুরগী বিক্রয়ের ২লাখ টাকা এবং স্ত্রী ও কন্যার ২লাখ ৭০হাজার টাকা মূলের স্বর্ণালংকার চুরি/লুট করে নিয়ে যায় তারা । পরে উল্লেখিত স্বাক্ষীগণ দোহাই দোস্তর দিলে খুন করার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায় অস্ত্রধারীরা । এতে ভুক্তভোগী সুষ্ঠু ও ন্যায় বিচারের আশায় আইনের দ্বারস্থ হোন ।এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান,  অভিযোগ এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে । আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ।