কেন্দুয়ায় “ইফফাত জারিন ফাউন্ডেশন” শিক্ষাবৃত্তি প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইফফাত জারিন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ইফফাত জারিন ফাউন্ডেশনের আয়োজনে কেন্দুয়া পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সহসভাপতি আসাদুজ্জামান খান পাঠানের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমদাদুল হক ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদার, পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ সাইকুল ইসলাম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালী, কেন্দুয়া আশরাফিয়া হোছাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আবু উমর মোঃ আব্দুন নূর, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর ভূঞা প্রমুখ । এর আগে স্বাগত বক্তব্য রাখেন, ইফফাত জারিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহসিন আলম ভূঁঞা ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মানে এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি । শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরাই আগামী দিনের পথপ্রদর্শক । তাই সময়কে গুরুত্ব দিয়ে পড়াশোনায় আরো মনোযোগী হতে হবে ।সবশেষ “ইফফাত জারিন ফাউন্ডেশন” র সার্বিক সহযোগিতায় প্রধান ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশ জন সুবিধাঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মোট এক লাখ টাকা শিক্ষাবৃত্তি, সার্টিফিকেট প্রদান ও দোয়া মেনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় এ সময় উপস্থিত ছিলেন, “ইফফাত জারিন ফাউন্ডেশন” এর সম্মানিত উপদেষ্টা ও টেলিরেড বাংলাদেশ লিমিটেড -এর চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া, সিএমজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সারোয়ার জাহান চৌধুরীসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে না পারায় মুঠোফোনে লাউডে দুঃখ প্রকাশ করে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন ।