কেন্দুয়ায় জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপি’র অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা জাসাসের উদ্যোগে এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে মিছিলটি কেন্দুয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় অংশগ্রহণ করে ।আলোচনা শেষে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়া হয় ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুল, সদস্য সচিব তন্ময় আলম, যুগ্ম আহ্বায়ক অলপ, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি শহিদ মিয়া এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ।