চাটখিলে দুই সতীনের বিরোধ -থানায় অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪ মোঃ হানিফ ।। চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষনপুরের আবুল কাশেমের প্রথম স্ত্রী নাজমা আক্তার (৪১) কে মারধর করে জখম ও তার ঘরের আসবাবপত্র ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে নাজমা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার বিকেলে তার সতীন শিউলী আক্তার (৩৫) এর বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগে জানা যায়, আবুল কাশেমের ২য় বিয়ে করার পর দুই সতীনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিভিন্ন সময় বিরোধ সৃষ্টি হইতো। এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠকের মাধ্যমে দুই স্ত্রীকে আলাদা -আলাদা বসবাসের ব্যবস্থার জন্য আবুল কাশেম কে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী আবুল কাশেম প্রথম স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে থাকার ব্যবস্থা করে এবং ২য় স্ত্রীকে একই গ্রামে ভাড়া বাসায় থাকা- খাওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা করে দেন। এই ভাবে তারা বসবাস করে আসছেন।হঠাৎ গত (২৩ ডিসেম্বর) দুপুরে আবুল কাশেমের ২য় স্ত্রী শিউলী আক্তার প্রথম স্ত্রী নাজমা আক্তারের বাড়িতে এসে তাকে গালমন্দ করে মারধর করে জখম করে। এসময় শিউলী আক্তার নাজমা আক্তারের ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এই ব্যাপারে বাড়াবাড়ি করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করে নাজমা আক্তার।চাটখিল থানার ডিউটি অফিসার এএসআই বাছির উদ্দিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এই বিষয়ে থানায় জিডি হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: