গুণগত মান ঠিক রেখে জ্ঞানের আলো ছড়াচ্ছে দারুল আরকাম দাখিল মাদ্রাসা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪ মোহাম্মদ রুহুল আমিন।। নোয়াখালীর চাটখিলে উপজেলা অডিটোরিয়ামে দারুল আরকাম দাখিল মাদ্রাসার অনুষ্ঠান হয়।আজ ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯ টায় চাটখিল উপজেলা অডিটোরিয়ামে চাটখিলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম দাখিল মাদ্রাসা কর্তৃক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ হয়। প্রতিষ্ঠানের সহ -সুপার আব্দুল্লাহ আল আজাদের সঞ্চালনায় এবং রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, চাটখিল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা জামাতের আমির, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মহিউদ্দীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডক্টর আমিনুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দারুল আরকাম ট্রাস্টের চেয়ারম্যান এবং কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ, চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফজলুর রব বাবুল। উপস্থিত ছিলেন চাটখিল হিরাপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রাকিব উদ্দিন, মাওলানা রহমতউল্লাহ প্রমুখ।শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মেহমানসহ প্রায় তিন সহস্রাধিক লোকের উপস্থিতিতে প্রাণবন্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি বৃন্দ অতীতের ফলাফল ও শিক্ষার গুণগতমান নিয়ে এই প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এই প্রতিষ্ঠানটি এতদ অঞ্চলে আধুনিক ও দ্বীনি শিক্ষার জন্য একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’ গুণগত মান ঠিক রেখে জ্ঞানের আলো ছড়াচ্ছে দারুল আরকাম দাখিল মাদ্রাসা- প্রধান বক্তা তার বক্তব্যে কথাটি তুলে ধরেন।শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং প্রতিষ্ঠানের আদ্যপ্রান্ত নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট নূর হোসেন রিয়াজ। তিনি তার বক্তব্যে গরিব মেধাবী শিক্ষার্থীদের বিশেষ ছাড়ে শিক্ষাদানের কথাও তুলে ধরেন।অনুষ্ঠানের শেষের দিকে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী প্লে থেকে ১০ম শ্রেণি এবং হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। SHARES সারা বাংলা বিষয়: