বিরামপুরে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।। দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল রাখির বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় স্থানীয় হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। বদলি আদেশের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। পরে স্থানীয় জনগণ হাসপাতালে জড়ো হয়ে আদেশের সত্যতা যাচাই করেন। এসময় তাঁরা গোলাম রসুল রাখির বদলি আদেশ স্থগিতের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী প্রতিনিধি রায়হান কবির জনি, ছাত্র প্রতিনিধি আকবর আলী ও সাদিয়া আক্তার। বক্তারা জানান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোলাম রসুল রাখি দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। দীর্ঘদিন ধরে জরুরি পরিষেবা ও সরঞ্জামের অভাবে সেবা থেকে বঞ্চিত হওয়া সাধারণ মানুষ এখন হাসপাতালের উন্নত পরিবেশ ও সেবায় উপকৃত হচ্ছেন। বক্তারা আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল স্বাস্থ্য কর্মকর্তার বদলির ষড়যন্ত্র করছে। তাঁরা দাবি করেন, গোলাম রসুল রাখির মতো দক্ষ কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হলে হাসপাতালের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং এলাকার জনগণ সেবা থেকে বঞ্চিত হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বদলির আদেশ স্থগিত করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। SHARES সারা বাংলা বিষয়: