ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ ছাইদুল ইসলাম।।নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে মুক্ত আড্ডা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার।” বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শামসুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে ওয়াকাথনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত তদন্ত অফিসার আব্দুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ. বেদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী, সাজিদ বিল্লাহ, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শামীম আক্তারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান। SHARES সারা বাংলা বিষয়: