গোপালগঞ্জে নানা আয়োজনে সমাজসেবা দিবস উদযাপন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল ৯ টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ। জেলা সমাজসেবা অফিসার প্রকাশ বিশ্বাস, সমাজসেবা অফিসার ও অধ্যক্ষ ফারহানা নাসরিন। এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে ওয়াকাথন রেলি অনুষ্ঠিত হয়। রেলি শেষে সকাল ১০:৩০ মিনিটে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ পাল, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও সমাজ জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোঃ হারুনুর রশিদ। অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। প্রাণবন্ত মুক্ত আড্ডায় অংশগ্রহণকারীদের মধ্য থেকেও বিভিন্ন মতামত ও প্রস্তাবনা দেয়া হয়। অনুষ্ঠানের শেষে ওয়াকাথনে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান। SHARES সারা বাংলা বিষয়: