ভাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

মোঃ রিপন শেখ।। ভাঙ্গায়  পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা পৌর এলাকা নওপাড়া গ্রামে। পরিবারের  অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সুমি আক্তারএর আপন চাচাতো বোন সম্পা আক্তার (২৭) এর  নিকট দুই বছর আগের ২ লক্ষ  পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা রাবির হাওলাদার (২৬) ও সুমি আক্তার(২২)কে দেশি অস্ত্র দিয়ে  পিটিয়ে মারাত্মক ভাবে দুই জন কে আহত করে প্রতিপক্ষ। এসময় আত্মীয় স্বজনেরা আহতদের কে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে তাদের কে ভর্তি করা হয়েছে। আহতদের স্বজনরা জানান, এবিষয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা  হয়েছে। এ ঘটনায় আসামী ১। রিজু মুন্সী (৩২), পিতা- বাচ্চু মুন্সী, ২। সম্পা আক্তার (২৭), স্বামী- রিজু মুন্সী, সহ অজ্ঞাত-বিবাদী করে ভাংগা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, আসামীর বাবা জেলে থাকার কারণে আনুমানিক ২ বছর আগে সুমি আক্তার নিকট হইতে উক্ত আসামীদ্বয় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ধার নেয় এর আপন চাচাতো বোন। বলে জেল থেকে বাবা বের হওয়া পরে সমস্ত টাকা ফেরত দিয়ে দেব।টাকা চাইতে গেলে  সুমি আক্তারকে বিভিন্ন সময় ফোন করে এবং বাড়িতে গেলে কু-প্রস্তাব দেয়।এ বিষয়টি এর স্বামীকে অবগত করলে এর স্বামী ভাঙ্গা  থানার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করে।