ভাঙ্গায় পুলিশের অভিযান মাদক সহ মাদক কারবারি ও চুরি হওয়া ল্যাপটপসহ চোর গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ মোঃ রিপন ।। ভাঙ্গায় পুলিশের অভিযানে মাদকসহ মাদক কারবারি ও চুরি হওয়া ল্যাপটপসহ চোর গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারি) দিন ও রাতে পুলিশ অভিযান চালিয়ে ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ও চুরি হওয়া ৫টি ল্যাপটপ, ১টি এলইডি টেলিভিশন উদ্ধারসহ চোর গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ভাঙ্গা উপজেলার পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুর মিয়ার পুত্র মোঃ সাকিব মিয়া (৩০) কে -ফরিদপুরের বিজ্ঞ আদালতের নির্দেশে এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়।বিজ্ঞ আদালতের আদেশ তদন্তে মোঃ সাকিব মিয়া কে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করাসহ চুরির ঘটনার বিষয়ে জড়িত বলে স্বীকার করেন।তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি ঘটনায় সাথে জড়িত সহযোগী হিসেবে ভাঙ্গার পূর্ব হাসামদিয়া গ্রামের হাই মাতুব্বরের ছেলে আনোয়ার মাতুব্বর(৩৫) ও আতাদি গ্রামের বাদশা মোল্লার ছেলে ওবায়দুর মোল্লা (২০), আলগী ইউনিয়নের বাইলাচরা গ্রামের বাচ্চু মাতুব্বরের ছেলে বাইজিদ হোসেন বিপ্লব (৩৫) ও চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের হাসিনা বেগমকে গ্রেফতার করে ফরিদপুর আদালতে শুক্রবার দুপুরে পাঠানো হয়। SHARES সারা বাংলা বিষয়: