কয়রায় আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
অরবিন্দ কুমার মণ্ডল । । কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ী পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে বাড়ীর মালিক আকবার শিকারীর প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে অরবিন্দ কুমার মণ্ডল জানা গেছে, গত শনিবার রাতে রান্না করা চুলার আগুন লেগে বসতবাড়ীর ঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার ঘুগরাকাটি গ্রামের মোঃ  রুহুল আমিন শিকারীর পুত্র মোঃ আকবার হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। আকবার হোসেন বলেন, তার স্ত্রী রান্না করার পর কয়লা বস্তায় ভরে রাখেন। ঐ কয়লায় আগুন থেকে যায়, আর ঐ বস্তা থেকে আগুনের সুত্রপাত ঘটে। রাতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  এতে করে আকবার শিকারীর ঘরবাড়ি সহ মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।