কেন্দুয়ায় চার (৪) ছাত্রলীগ নেতা গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ কোহিনূর আলম । । নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চার ছাত্রলীগ নেতাকে গ্রেফতার ও কোর্টে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কেন্দুয়া থানা পুলিশ । গত শুক্রবার (৩ জানুয়ারি) আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁওয়ের হাদিস মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), মোজাফরপুর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে হোসনে মোবারক (৪০), রামনগরের মোঃ বিল্লাল মিয়ার ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (২৮) ও আরামবাগের আবুল হোসেন তালুকদারের ছেলে সাজন তালুকদার (২৩)কে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত হওয়া যায় স্থানীয় ও পুলিশ সূত্রে । তবে সাজন তালুকদার (২৩) নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও মাসুদ রানা (২৪) আশুজিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেলেও বাকী দুজনের পদ-পদবি সম্পর্কে জানা যায় নি কিছু । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তাদেরকে মামলা নং ২০ এ গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় (৪ জানুয়ারি) । SHARES সারা বাংলা বিষয়: