রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
আরিফুল ইসলাম বিজয়।। গতকাল  ০৭ ই জানুয়ারি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা সারাদিন আন্দোলন করে। গত জুলাই অভ্যুথনের মধ্য দিয়ে পূর্বের  ভিসির পদত্যাগ ঘঠে।জানা যায় পূর্বের ভিসি পদত্যাগের পর এখনো কোনো নতুন করে ভিসি নিয়োগ প্রদান করা হয় নাই। তাই ভিসি নিয়োগের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জসিম উদ্দিন, মীর মাহমুদুল হক, মেহেরিন নিগার রিমি সহ সকল শিক্ষার্থীরা আন্দোলন করে। আন্দোলনের সময় শিক্ষার্থীরা রাঙামাটি  সংযুক্ত চট্টগ্রামের মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। ফলে প্রায় কয়েক ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। শিক্ষার্থী আরো বলেন নতুন করে দ্রুত সময়ের মধ্যে  ভিসি নিয়োগ প্রদান করতে হবে। যদি ভিসি নিয়োগ না দেওয়া হয় তাহলে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে।