চালাকচর বাজারের বেহাল দশা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

মো. হিমেল মিয়া।। নরসিংদী জেলার মনোহরদী  থানার  মধ্যে উল্লেখযোগ্য বাজার এর মধ্যে  বাজারের মধ্যে অন্যতম একটি বাজার হলো চলাকচর   বাজার। এ বাজারে প্রতিদিন আগমন ঘটে হাজার হাজার মানুষ। বাজারে মধ্য দিয়ে বয়ে গেছে ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক । যে রোড দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত রয়েছে। চালাকচর  বাজারের মধ্যবর্তী স্থানে  কেন্দ্রীয় মসজিদের সামনে মেইন রোডের মধ্যে স্থাপন করা হয়েছে  সিএনজি গাড়ির স্টেশন। যার ফলে প্রায় সময় এখানে জ্যাম লেগেই থাকে। এবং অনেক সময় মারাত্ম দুর্ঘটনার স্বীকার হয়ে পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন । মেন রোডের মধ্যে সিএনজি স্টেশন থাকার কারণে মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পথচারীরা। যার ফলে প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।চলাকচর  বাজারের  পরিচালনা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি এবং মনোহরদী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। যাতে করে রাস্তা থেকে সিএনজি  স্টেশন অপসারণ করা হয়। এবং জনসাধারণের চলাচলের সুযোগ সৃষ্টি করা হয়।