তারুণ্যের উৎসব ২০২৫ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ মোঃ রফিকুল ইসলাম ।। নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার ০৭-০১-২৫ ইং সেনবাগ পাইলট উচ্চ বিদ্যায়লের মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: খুরশীদ আহম্মদ বাবুল, এবং সাংবাদিক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করে এবং তাদের মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়।”টুর্নামেন্টে সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১০ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ। SHARES সারা বাংলা বিষয়: