ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা মামুনের কম্বল বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
হাবিব জিহাদী।। ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব  মোস্তাফিজুর রহমান মামুন কম্বল বিতরণ করেন। (৭জানুয়ারী) মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া একটি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয় ১০০ টি কম্বল। মোস্তাফিজুর রহমান মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকা উপজেলায় কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। হবিরবাড়ি ইউনিয়নের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মাঝে পাঁচশ কম্বল ও একটি এতিমখানা মাদ্রাসায় একশত কম্বল বিতরণ করেছি। গোটা উপজেলায় ১০ হাজার কম্বল বিতরণ করার উদ্যোগ হাতে নিয়েছি। যা পর্যায়ক্রমে বিতরণ করব ইনশাল্লাহ।