রাতলীগের মাধ্যমে রাতে আর নির্বাচন হবে না বাংলাদেশে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কিশোরগঞ্জের নিকলীর সদর ইউনিয়ন শাখার আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের ১ম পর্বে নিকলী সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাপস সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি ‘র সহ সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ও জেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া এবং দপ্তর সম্পাদক কামরুল হাসান সামু। অনুষ্ঠানের উদ্বোধন করেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক এড. বদরুল মোমেন মিঠু। জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন আমরা ফ্যাসিট হাসিনার মত রাতের আধাঁরে নির্বাচন করি না। আজকের ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। রাতলীগের মাধ্যমে আর রাতে ভোট হবে না বাংলাদেশে। নিকলী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার পরিচালনায় প্রধান বক্তা হাজী মাসুক মিয়া, বিশেষ বক্তা কফিল উদ্দিন আহম্মদ।এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার স্পেশাল পিপি এড. সাজ্জাদুল হক, বীরমুক্তিযোদ্ধা এড. মানিক মিয়া,হারুনুর রশিদ,ইন্জিনিয়ার পরশ মাহমুদ,এড.মো: জিল্লুর রহমান, শেখ রাসেল, সহ প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে গনতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতকরন ও স্বচ্চতা বৃদ্ধির জন্য জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষনা করা হয়। নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪১ জন ভোট প্রদান করে। নিউজ লেখার সময় পর্যন্ত ভোট গননা চলছে। SHARES সারা বাংলা বিষয়: