ধামইরহাটে প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
 ছাইদুল ইসলাম।। নওগাঁর ধামইরহাটে জয়জয়পুর গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করার লক্ষ্যে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরামের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “আমার গ্রাম আমার দ্বায়িত্ব গ্রামকে রাখবো প্লাস্টিক মুক্ত।” মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার সময় উপজেলার ধামইরহাট ইউনিয়নের জয়জয়পুর গ্রামে জয়জয়পুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সেহেলি বেগমের সভাপতিত্বে আলোচনা সভা শেষে শিশু ও নারী-পুরুষদের অংশগ্রহণে পরিস্কার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। এরপর দুপুর সাড়ে বারোটার সময় গ্রামের বিভিন্ন সড়কে আন্দ শোভাযাত্রা শেষে জয়জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে এসে মিলিত হলে চকলেট এবং চিপসের প্যাকেট যত্রতত্রভাবে যেনো ফেলা না হয় এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা গেছে, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুবফোরামের আয়োজনে এবং ধামইরহাট এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলার প্রত্যেকটি গ্রামকে ইকো ভিলেজের আওতায় আনা হবে। এরই ধারাবাহিকতায় জয়জয়পুর গ্রামকে ইকো ভিলেজ ঘোষণা করা হয়েছে। জয়জয়পুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সেহেলি বেগম বলেন, আমাদের জয় জয়পুর গ্রামকে ধামইরহাট উপজেলার মধ্যে সর্বপ্রথম পরিবেশবান্ধব এবং পলিথিন মুক্ত গ্রাম হিসেবে উপজেলাবাসীর সামনে তুলে ধরতে পারি এই লক্ষ নিয়ে শিশু ও নারী-পুরুষদের অংশগ্রহণে পরিস্কার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। এরিয়া প্রোগ্রাম অফিসার মানুয়েল হাসদা বলেন, “স্কুল শিক্ষক, ধামইরহাটের প্রতিটি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম করার লক্ষে ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন এনজিও, শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন, “এর ধারাবাহিকতায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জয়জয়পুর গ্রামবাসীকে সঙ্গে নিয়ে পলিথিনসসহ ফেলে দেওয়া অব্যাবহৃত বর্জ্য অপসারণ, ক্যাম্পেইন এবং রেলি করার মধ্য দিয়ে জয়জয়পুর গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে।”এ সময় উপস্থিত ছিলেন, এপি ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার মানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরভী আক্তার, রোজলির মিতু কোড়াইয়া, জয়জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, ইএসডিওর সিনিয়র কর্মকর্তা পারভীন সুলতানা, শিশু ফোরাম ও জয়জয়পুর গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয়রা।