কয়রায় ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারকে সংবর্ধনা প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।। কয়রা সদর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গ্রামীন জনপদে সমাজ সেবায় বিশেষ  অবদান রাখায় বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল সোমবার দুপুর ২ টায় বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে  ফুলেল শুভেচছা জানানো হয়। কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার। আরও বক্তব্য রাখেন ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী গাইন, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার গাজী, শিক্ষক অচিন্ত কুমার সরকার, হেনা রানী মন্ডল, দিপক কুমার মিস্ত্রি, অজয় কুমার মিস্ত্রি, মলিনা মন্ডল প্রমুখ। ইতিপুর্বে  ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় বিভিন্ন পদকে ভুষিত হন। তিনি কয়রা সদর ইউনিয়নের  ৯নং ওর্য়াডের ৫ বার নির্বাচিত ইউপি সদস্য।