দিনাজপুরের বিরামপুরে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।। দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ, ৮ জানুয়ারি ২০২৫ ইং, টিসিবি’র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) উদ্যোগে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্যমূল্যে সরবরাহ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। বিতরণকৃত পণ্যের বিবরণ: চাল: ৫ কেজি সয়াবিন তেল: ২ লিটার, মসুর ডাল: ২ কেজি, প্যাকেজ মূল্য: ৪৭০ টাকা সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার মানুষ লাইনে দাঁড়িয়ে এই পণ্য সংগ্রহ করেন। কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করেছেন উপজেলা প্রশাসন ও টিসিবি’র কর্মকর্তারা। স্থানীয় জনগণ জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের মধ্যে এই কর্মসূচি তাদের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান তারা। টিসিবি’র এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হবে বলে জানা গেছে। SHARES সারা বাংলা বিষয়: