পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন। ।  পাবনার জেলার  আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আক্তার হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারি বুধবার বিকেল  ৪.৩০ মিনিটের দিকে আটঘরিয়া উপজেলার ধানুয়াঘাটা-একদন্ত-পাবনা আঞ্চলিক সড়কের “নরজান ক্যাডেট মাদরাসা” সংলগ্ন এলাকায়। নিহত আক্তার মিস্ত্রি নরজান গ্রামের মরহুম বশির উদ্দিন মিস্ত্রির ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান আক্তার মিস্ত্রি ঐ ক্যাডেট মাদরাসা সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এসময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে আক্তারকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। মোটরসাইকেল চালাচ্ছিলেন একদন্ত ইউনিয়নের নগরচাচকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে এলাকাবাসী জানিয়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার।