নিকলীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ রাখী গোপাল দেবনাথ। । কিশোরগঞ্জে নিকলীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় নিকলী সদর ইউনিয়নের জিরো পয়েন্টস থেকে কারপাশা ইউনিয়ন পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে ও নিকলী ম্যারাথন এসোসিয়েশন সহযোগিতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা নিকলী সদর ইউনিয়নের জিরো পয়েন্টস থেকে দৌড় শুরু করে কারপাশা ইউনিয়নের শহরমূল পর্যন্ত গিয়ে আবার পুনরায় নিকলী সদর ইউনিয়নের জিরো পয়েন্টে ফিরে আসে। এতে শতাধিক প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের ২য় পর্বে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মামুনুর রশীদ নিরব, ময়মনসিংহ জেলার সহকারী জজ জিলহজ আহমেদ সৌরভ। এ সময় আরো উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ মিয়া, বাংলাদেশ সুইমিং ফেডারশনের নির্বাহী সদস্য আবুল হাশেম,নিকলী সুইমিং ক্লাবের কোচ জুবায়ের আহমেদ, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক মীর মোকাম্মেল আহসান,সিএনএন টিভির সিনিয়র সাংবাদিক সোহেল রানাসহ প্রমুখ। এ সময় অতিথিরা বলেন ,যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তাদেরকে মাদক থেকে রক্ষা করতে হবে। ক্রীড়াই পারে যুব সমাজকে সঠিক পথ দেখাতে ও সঠিক নেতৃত্বের বিকাশ ঘটাতে।অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের তত্বাবধানে শিশু পার্ক (কুসুম কানন) শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। এসময় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারসহ উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের প্রধানগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । SHARES সারা বাংলা বিষয়: