চান্দিনায় ‘রিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
খোকা চৌধুরী।। কুমিল্লার চান্দিনায় স্বাস্থ্য পরীক্ষায় নির্ধারিত মূল্যের ৩০ শতাংশ ছাড় দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘রিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’  উদ্বোধন করা হয়েছে। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। শুক্রবার (১০ জানুয়ারী) সকালে চান্দিনা উপজেলা রোড এলাকায় ওই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। রোগীর চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের উদ্যোগে ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এসময় অর্ধশত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবিদ্যালয়ে কর্মরত কয়েকজন চিকিৎসক। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. রিফাত ইশতিয়াক সীরাত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা বিশ্বিবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। বক্তৃতা করেন সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার বশির, এড. মো. মহসীন ভূইয়া, সাংবাদিক কাজী রাশেদ, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধাংশু নন্দী। পরিচালক দুলাল দেবনাথ এর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন পরিচালক বিলটন ভাওয়াল। উপস্থিত ছিলেন ডা. ইমতিয়াজ আহমেদ, ডা. নয়ন কুমার মল্লিক, ডা. সুব্রত কুমার বিশ্বাস, ডা. ফাহমিদা আক্তার মুন্নি, ডা. ইউশা ইবনে বশীর, ডা. রুতমিলা রহমান, পরিচালক নারায়ণ দে, শ্যামল নাহা, নিমাই দেবনাথ, আশিষ দে, বিষ্ণু মজুমদার, মদন মোহন বনিক, দেবাশীষ ঘোষ, নিমাই চন্দ্র দেবনাথ প্রমুখ।