সখিপুরের একমাত্র নারী মুক্তিযোদ্ধা ফাতেমা আর নেই দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ জাকির হোসাইন। । টাঙ্গাইলের সখিপুর উপজেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা ফাতেমা আক্তার (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে গত ১০ জানুয়ারি (শুক্রবার) দুপুর ২টার দিকে নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই ছেলে এবং তিন মেয়ের জননী ছিলেন। মরহুমার জানাযার বাদ এশা অনুষ্ঠিত হলেও উপজেলা প্রশাসন বিকেল ৫টার দিকে গার্ড অব অনার দেয়। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, সখিপুর উপজেলার বহেড়াতৈল গ্রামের বাসিন্দা সিরাজ ও লালজান দম্পতির কন্যা ফাতেমার মুক্তিযুদ্ধ চলাকালে বয়স ছিল ১৩-১৪ বছর। তার স্বজনরা বলেন, নিজের জীবনকে বাজি রেখে তিনি যেভাবে দেশের জন্য লড়াই করেছেন তা আমাদের জন গর্ব ও সম্মানের। আমরা সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাঁকে জান্নাত নসীব করেন। SHARES সারা বাংলা বিষয়: