বরগুনা জেলার আমতলী উপজেলার মাদ্রাসায় কোন বই বিতরণ হয় নি।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

রগুনা জেলার আমতলী উপজেলা একটি জনবহুল এলাকা। আমতলী উপজেলার শিক্ষার হার সন্তোষজনক। বর্তমানে আমতলী উপজেলায় সংযুক্ত ইবতেদায়ী সহ ২৯ টি দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসা আছে। কিন্তু দুঃখের বিষয় আজ জানুয়ারীর ৮ তারিখ কোন মাদ্রাসায় বই বিতরণ হয় নি। অথচ আমতলী উপজেলার প্রাইমারি ও মাধ্যমিক স্তরে আংশিক বই বিতরণ হয়েছে। পার্শ্ববর্তী পটুয়াখালী উপজেলায় ও প্রাইমারি, মাধ্যমিক ও মাদ্রাসায় আংশিক বই বিতরণ হয়েছে। বই না পাওয়ায় ব্যাপারে ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী হোসেন সাহেব কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা বই পাইনি। বই না পাওয়ায় আমাদের ক্লাস নিতে বেশ সমস্যা হচ্ছে। আমরা ছাত্র ছাত্রী দের নিয়মিত ক্লাসে আসতে বলতেছি, ছাত্র ছাত্রীরা ক্লাসে আসছে। শিক্ষকগন নিয়মিত ক্লাসে আসছে এবং শিক্ষক গনকে পূর্বের অভিজ্ঞতার আলোকে ক্লাস করতে বলছি। আমতলী উপজেলার জমিয়াতুল মোদারেসীন আমতলী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসেন কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা এখন ও বই পাইনি। বই না পাওয়া অত্যন্ত দুঃখজনক। বই না পাওয়ায় আমাদের অনেক সমস্যা হচ্ছে। ছাত্র -ছাত্রীরা নিয়মিত বইয়ের জন্য আমাদের কাছে আসে। আমরা বলি বই আসলে তোমাদের অবশ্যই বই বিতরণ করবো। তিনি আরো ও বলেন যে,আমি মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করেছি তাঁরা বলেছে এখনো বই আসেনি। বই আসলেই বিতরণ করা হবে। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করলে তাঁরা বলেন মাধ্যমিক স্তরের আংশিক বই আসছে আমরা ইতিমধ্যে ই তা বিতরণ করেছি। কিন্তু মাদ্রাসা স্তরের কোন বই ই আমতলী উপজেলায় আসেনি।এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।