বিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বাজারে কয়েকটি দোকান পুড়ে ছাই দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।। দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার মাছ বাজার সংলগ্ন এলাকায় গত রাত আনুমানিক ১২:৫০ মিনিটে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে বিরামপুর, নবাবগঞ্জ এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বড় মসজিদের পুকুরের পানি এ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুকুরের পানি ব্যবহার না করতে পারলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেশি হতে পারত বলে তারা মন্তব্য করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রাতেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকরা তাদের আর্থিক ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেননি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: