মাধবপুরে মাদরাসার সুপার হুজুর সহ ৪ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
মোঃশামীম মিয়া। । হবিগন্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘর ইউনিয়নের কাজীর চক নেছারীয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর, অবসরপ্রাপ্ত সুপার মাওলানা আনোয়ারুল হক মির্জা ও তার  ৪’সহকর্মী শিক্ষক, মোঃ আবুল মোবারক, মোঃ জিয়া উদ্দিন মোঃ মহিউদ্দিন ও হাফেজ মোঃ আঃ রশিদ এর বিদায় উপলক্ষে বিদায়ী সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গত শনিবার  (১১ই জানুয়ারি) সকাল ১০টায়, কাজিরচক নেছারীয়া দাখিল মাদ্রাসার মাঠে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এই বিদায়ী সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রিয় উস্তাদগণের বিদায় বেলায় ছাত্র-ছাত্রী এলাকার মুরুব্বিরা আবেগ আপ্লূত হয়ে পরেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মী। দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত তাদের ছাত্র-ছাত্রীরা ছুটে আসেন তাদের বিদায় বেলায় সম্মাননা জানাতে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কাজির চক নেছারীয়া দাখিল মাদ্রাসার বর্তমান সুপারিনটেনডেন্টহযরত মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে, সাবেক শিক্ষার্থী  মাওলানা মুহাম্মাদ নিয়ামুল ইসলাম ও জাকারিয়া বিন জালালুদ্দিন এর যৌথ সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো:সাইফুল হক মির্জা, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, সাবেক প্রধান শিক্ষক হরমুজ আলী, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দিল্যার আলী, মনতলা শাহজালাল কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিজামুদ্দিন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য কাওছার আহমেদ, ইউপি সদস্য ইয়াজ উদ্দিন, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী আলাউদ্দিন খাঁ, অ্যাডভোকেট সারওয়ার আলম প্রমুখ। এসময় বক্তারা বিদায়ী সুপার ও শিক্ষকদের  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।পরে তারা বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট, উপহার ও মানপত্র তুলে দেন। এছাড়া সবসময় উনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।