২০ অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের টপারদের নিয়ে অনুষ্ঠিত হলো “Genius of the Year-24” শীর্ষক সেমিনার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
ইয়াছির আরাফাত।। গতকাল (১১, জানুয়ারি শনিবার) বিশ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানের টপার এবং হাফেজ শিক্ষার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, প্রফেসর, ডাক্তার, শিক্ষাবিদ, শিল্পী-সাহিত্যিকসহ স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় “Genius of The Year-24″ শীর্ষক সেমিনার। বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিক্যাল পড়ুয়া চৌদ্দগ্রাম এর শিক্ষার্থীদের এর নিজ উপজেলায় প্রতিষ্ঠিত ” Genius Association of North Chauddagram এর উদ্যোগে উক্ত সেমিনারটি আয়োজিত হয়। কুমিল্লা ফ্রেন্ডস ক্লাব, দোহা, কাতার এর সভাপতি শাহজালাল গাজীর স্পন্সরে আয়োজিত সেমিনারটিকে তিনটি সেকশনে পরিচালনা করা হয়। প্রথমভাগে উদ্বোধন শেষে কুমিল্লা জেলার প্রসিদ্ধ শিল্পী সংগঠন পূর্বাশা শিল্পীগোষ্ঠী বিভিন্ন দেশাত্মবোধক ও শিক্ষামূলক গান পরিবেশন করে শিক্ষার্থীর আলোচক ও অতিথীদের মাতিয়ে রাখেন। প্রথম সেকশনের দ্বিতীয় অংশে ইনস্ট্যান্ট মেধা যাচাইয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতি একজনকে স্টেজে আনা হয় এবং স্পিড জেনারেল নলেজ যাচাই করা হয়। প্রোগ্রামের দ্বিতীয় সেকশনে আলোচকবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ‘আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেব’, ‘যারা পাঠে সেরা তারা মাঠেও সেরা’, ‘আলেমগন যোগ্য হলে যোগ্য হবে দেশ’, ‘উচ্চশিক্ষার ক্রমধারা’, ‘মানবতার সেবায় ডাক্তার হও’, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মেধা ও নৈতিকতার সমন্বয়ে চাই আগামী প্রজন্ম’, ‘ কিশোর বয়সে অপরাধপ্রবণতা, কারণ ও সমাধান’ সহ অন্যান্য। বিষয়গুলো নিয়ে আলোচনা করেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান,  জনাব আবুল হোসেন, সহকারী অধ্যাপক, ফিলোসফি, আজম সালেহ আহমেদ, সহকারী অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিস,  শাখাওয়াত হোসেন শাওন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক, মহিউদ্দিন রনি, চেয়ারম্যান- কিশোর কন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা জেলা দক্ষিণ, নাজমুল হাসান মেহেদী, সাবেক চেয়ারম্যান-কিশোর কন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা জেলা পূর্ব,  মামুন মজুমদার, সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় চৌদ্দগ্রাম উপজেলা সংগঠন, ডাক্তার মেশকাত উদ্দিন ফারুক, ভাইস চেয়ারম্যান, কুমিল্লা আদর্শ হসপিটাল প্রমুখ। প্রোগ্রামের তৃতীয় সেকশনে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব রহমাতউল্লাহ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তৃতা রাখেন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধারের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট প্রদান করেন। এই অংশে পূর্বাশা শিল্পীগোষ্ঠীর শিল্পী হাবিবুর রহমান কৌতুকের মাধ্যমে শুরু করেন এবং আমন্ত্রিত বিশেষ অতিথি মনির হোসেন অনুষ্ঠান বিষয়ে বক্তৃতা পেশ করেন। সর্বশেষ অনুষ্ঠান পরিচালক Genius Association of North Chauddagram এর লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি, এবং অন্যান্য সার্বিক বিষয়াবলী অতিথিবৃন্দের সামনে তুলে ধরেন, এবং প্রধান অতিথিকে তার বক্তব্য এবং পুরস্কার বিতরণের জন্য আমন্ত্রণ জানান। প্রধান অতিথি চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রহমত উল্লাহ তার বক্তব্যে বলেন- ‘ আমি শিক্ষার্থীদের অনুষ্ঠান মিস করি না। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজনের জন্য। আমি মনে করি এখানে দেওয়ার সময় টি আমার অন্যান্য অনেকগুলো প্রোগ্রাম ব্যয় হওয়ার সময়ের থেকে অনেক দামি। ‘ এছাড়াও তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় উপজেলা প্রশাসনকে কাছে পাওয়া এবং আয়োজক সংগঠন সহ এ ধরনের সকল আয়োজনকে উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। এবং হাফেজ ও টপার কোটায় শিক্ষার্থীদের মাঝে স্মারক তুলে দেন।সর্বশেষ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রোগ্রামের পরিচালক আরাফাত আলম অর্গানাইজার টিমের পক্ষ থেকে প্রোগ্রামের সবধরনের বাহ্যিক ত্রুটি বিচ্যুতি ভুলে মূল উদ্দেশ্যকে ধারণ এবং প্রোগ্রামের মহতি লক্ষ্য বাস্তবায়নে এবং আগামীর সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলের সক্রিয় অংশগ্রহণ আশা করেন এছাড়া তিনি এ ধরনের প্রোগ্রাম প্রতিবছর হবে বলে আশ্বাস দিয়ে এবং সেমিনারে অংশগ্রহণের জন্য এলিজিবল শিক্ষার্থীদের সংগঠনের সদস্য ঘোষণা করে ও মৌলিক নির্দেশনা দিয়ে প্রোগ্রাম সমাপ্ত করেন। জিনিয়াস অফ দ্যা ইয়ার-২৪ শীর্ষক সেমিনারে  আগত শিক্ষার্থী হাবিবা আক্তার বলেন, আমার জীবনে দেখা প্রোগ্রামের মধ্যে সেরা এবং শিক্ষনীয় প্রোগ্রাম ছিলো এটি। আমরা চাই এমন প্রোগ্রাম সবসময় হোক।