বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ এম পারভেজ তালুকদার।। ১৩/১/২৪ ইং তারিখে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নাটোর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতি নাটোর জেলা প্রশাসক জনাব আসমা শাহীন, উপস্থিত ছিলেন, এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক আবু সাইদুর রহমান, ডিডিএলজি জনাব শামীম হোসেন , সবর্না রানী সাহা,উপজেলা কোর্ডিনেটর নাটোর সদর। মোঃ শফিউর রহমান ডিস্ট্রিক্ট ম্যানেজার নাটোর, এবং নাটোর জেলা প্রশাসক দপ্তরের কর্মকর্তা ও বাংলাদেশ গ্রাম আদালতের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা সাংবাদিক সুধীজন। বাংলাদেশ গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে উক্ত সমন্বয় সভায় আলোচনা ও মতবিনিময় করা হয়। গ্রাম আদালত প্রকল্প সক্রিয় করনের লক্ষ্যে নাটোর জেলার সকল প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভাকরার লক্ষ এটায় যে গ্রাম আদালত কিভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে। যেমন গ্রাম আদালত হল স্থায়ী পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে।গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে, অতি সহজে প্রতিকার পায়। গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের ফিস ছাড়া কোন খরচ নেই। গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে। এবং বাংলাদেশ গ্রাম আদালত কোন কোন ক্ষেত্রে কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে সে বিষয় তুলে ধরেন বক্তারা, যেমন ( ১) মিথ্যা মামলা, গ্রাম আদালতে মিথ্যা মামলা দায়ের করা হলে, মিথ্যা মামলার দায়ের করি কে অনাধিক ৫, ০০০ টাকা জরিমান করতে পারবে।(২)সাক্ষী কর্তৃক সমন অমান্য করলে, ১,০০০ টাকা জরিমানা করতে পারবে। (৩)গ্রাম আদালত অবমাননা করলে, কোন ব্যক্তি যদি গ্রাম আদালত অবমাননা করে তাহলে তাকে ১,০০০ টাকা জরিমান করতে পারবে গ্রাম আদালত এমন বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ আম আদালতের কার্যক্রম নিয়ে এই সমন্বয় সবাই আলোচনা করা হয় এবং জনগণের সহায়তায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম জনগণের সকল সমস্যা নিরসনে প্রতিটি ইউনিয়নে জনগণকে সচেতন করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এমন সমন্বয় সভা ও আলোচনা সভা করে জনগণকে বাংলাদেশ গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে কথা পৌঁছানোর লক্ষ্যে সেমিনার আলোচনা জরুরী বলে মনে করেন সমন্বয় সভার উপস্থিত আলোচকেরা, আগামীতে বাংলাদেশ গ্রাম আদালত জনগণের সুবিধা ও সকল মানুষের মামলার ক্ষেত্রে সৎ দায়িত্বের ও নিষ্ঠা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এমনই প্রত্যাশা করেন জনাব আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর। SHARES সারা বাংলা বিষয়: