এডিপির অর্থায়নে সুমাই খালী খালে মৎস্য অভয়াশ্রম স্থাপন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫
নুর মোহাম্মদ খান।।
আটপাড়া উপজেলায় এডিপির অর্থায়নে সুমাই খালী খালে মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মাছের প্রাকৃতিক প্রজনন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এটি এলাকার জেলেদের জীবিকা রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা। এছাড়া উপস্থিত ছিলেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান এবং ফিল্ড অফিসার তপন কুমার পোদ্ধার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা মৎস্যজীবী সংগঠনের আহবায়ক মহন চৌধুরী এবং সদস্য সচিব নূর মোহাম্মদ খান। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মৎস্যজীবীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন। তারা বলেন, এই অভয়াশ্রম এলাকার জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।
আলোচনায় বক্তারা সরকারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্পের দাবি জানান। স্থানীয় জনগণের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ দেখা গেছে এবং তারা অভয়াশ্রম সংরক্ষণে সচেষ্ট থাকার অঙ্গীকার করেন।
এই অভয়াশ্রম শুধু একটি প্রকল্প নয়, বরং এটি একটি টেকসই পরিবেশের প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।