টুঙ্গিপাড়ায় চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চক্রের এক সদস্য গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫ শেখ ফরিদ আহমেদ ।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার তারাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে রায়হান শেখ (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করে। তিনি ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের বাবুল শেখের ছেলে। তার হেফাজত থেকেই উদ্ধার করা হয় আনুমানিক ২ লাখ ৯৫ হাজার টাকার বাজারমূল্যের চুরি যাওয়া মোটরসাইকেলটি। পুলিশ জানায়, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের ব্যবসায়ী মো. বুলবুল শেখ গত বৃহস্পতিবার রাতে তার মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় বাসার সিঁড়ির নিচে রেখে ঘুমাতে যান। পরদিন ভোরে তার বড় ভাই নজরুল ইসলাম টিটু নামাজের সময় দেখতে পান মোটরসাইকেলটি নেই এবং তালা ভাঙা। পরে বুলবুল শেখ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান শেখকে শনাক্ত করে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গোপালগঞ্জসহ আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসআই মনির হোসেন। গ্রেফতারকৃত রায়হান শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: