কেন্দুয়ায় সম্প্রীতি সভায় জসিম উদ্দিন আহম্মেদ খোকন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ কোহিনূর আলম।। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজনীতিক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জসিম উদ্দিন আহম্মেদ খোকন নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিত সম্প্রীতি সভায় ছাত্র-শিক্ষক, মদ-জুয়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আওয়ামী লীগ ও ধর্মীয় সভাসহ নানা দিক তুলে ধরেন তাঁর বক্তব্যে । গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১১টা ২০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি তাঁর বক্তব্য পেশ করেন । কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান । অথচ বর্তমানে এখানে নেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ । ছাত্র ও শিক্ষকের মধ্যে নেই ইতিবাচক সম্পর্ক । এর জন্যে শুধু যে ছাত্ররাই দায়ী তা নয় ; অনেকাংশে শিক্ষক ও অভিভাবকেরও দায় রয়েছে বলে মনে করেন তিনি ।জসিম উদ্দিন আহম্মেদ খোকন তাঁর বক্তব্যে মদ-জুয়াকে আমাদের সমাজে একটি ক্যান্সার উল্লেখ করে বলেন, মদ্যপ ও জুয়াড়িদের ভয় পেলে, তাদের প্রতি সহিষ্ণু হলে তারা আরো এগিয়ে যায় । আমরা জানি, পুলিশ প্রশাসন প্রায় সব কিছু জানেন । কিন্তু আমাদের মতো অনেকে তদবিরের মাধ্যমে তাদের কাজে বিভিন্নভাবে বাধা দেয়ার চেষ্টা করি । এর থেকে বেরিয়ে আসতে হবে । ক্যান্সার প্রতিরোধ করতে হবে ।সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দেশ ও জাতির বুনিয়াদ সাংস্কৃতিক কর্মকাণ্ড । অবশ্যই তা হতে হবে ভবিষ্যৎ প্রজন্মের অহংকারের জায়গা । নাটক, গান, যাত্রা, খেলাধুলা -সবকিছু চর্চার ভেতর দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে । কোন অশ্লীলতাকে কখনই প্রশ্রয় দেয়া যাবে না – এ ক্ষেত্রে আমরা সবাই এক । শেখ হাসিনা পালাইছে । আওয়ামী লীগ তো পালাইয়া যায় নাই । অর্থাৎ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সমর্থক ও আত্মীয় স্বজন রয়েছে । হয়তো তাদের মধ্যে আমারও এক ভাই রয়েছেন । সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কাজে সবার সম্পৃক্ততা থাকবে । তার মানে তাদের পক্ষে-তা নই । রাজনৈতিকভাবে আমরা তাদের প্রতিহত করবো- এই বলে উপস্থিত সকলকে সতর্ক করেন তিনি । ধর্মীয় সভা যাতে রাজনৈতিক মঞ্চ না হয়, ধর্মীয় সভায় রাজনৈতিক বক্তব্য পরিহার করতে হবে -সে বিষয়েও তিনি বলিষ্ঠ বক্তব্য রাখেন উক্ত সম্প্রীতি সভায় । সবশেষে প্রশাসনকে আরো কঠোর হয়ে এই সব অপকর্মের লাগাম টেনে ধরার আহ্বান জানান তিনি এবং সার্বিক সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেন দায়িত্বশীল এই রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন সরকার, নওপাড়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ ফারুকী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার গোলাম জিলানী, শিক্ষক মোঃ লুৎফর রহমান প্রমুখ । SHARES সারা বাংলা বিষয়: