লালমনিরহাট হাতীবান্ধায় রাস্তা নিয়ে সংঘর্ষ, উভয় গ্রুপে আহত ১৮

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
লুৎফর রহমান ।। লালমনিরহাটের হাতীবান্ধায় চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় ১৮ জন গুরতর আহত হয়েছে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিটারী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, মোস্তাকিন হোসেন, মোহাম্মদ হোসেন, লালন মিয়া, সুমন হোসেন, মিঠু, লাবিব, লাভলি বেগম, বিলকিস বেগম, খাদিজা খাতুন, মাহাবুব ইসলাম, সোহাগ হোসেন, সোহান, মামুন, লিটন, তাগবির, শারমিন খাতুন ও মনি খাতুন। জানা গেছে, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে মোস্তাকিন হোসেন ও মাহাবুব ইসলামের দ্বন্দ্ব চলে আসছিল। এমতাবস্থায় বিকেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৮ জন আহত হয়ে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে মাহবুব ইসলাম বলেন, মোস্তকিন আমার উপর প্রথমে হামলা করে। পরে আমার পরিবারের লোকজন ছুটে তাদেও উপরও সে হামলা করে। এতে আমার ৯ জন গুরতর আহত হয়। আমি এর সঠিক বিচার চাই। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে। এ বিষয়ে মোস্তকিন হোসেন বলেন, প্রায় এক বছর ধরে আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় মাহবুব ও লিটন।  এ ব্যাপারে আমরা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে  অবগত করেছিলাম। তারপরেও বিষয়টি সমাধান হয়নি। পরে আজ আমাদের বাড়ির পাশে আমার নিজের তিন শতক জমির উপর দিয়ে রাস্তা তৈরির জন্য প্রস্তুত্তি নিলে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায় মাহাবুব ও তার লোকজন। এতে আমাদের ৯জন গুরুতর আহত হয়। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।