কেন্দুয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
কোহিনূর আলম । । মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১৯ জানুয়ারী) বিকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অস্থায়ী দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল খান প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ।