সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫ মোঃ নুরুন্নবী মিয়া।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিনের কর্যক্রম শুরু হয়।পরে দলীয় কার্যালয়ের হলরুমে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতে উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্তাকারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: