পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার বিরোধী শপথ গ্রহন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। কিশোরগঞ্জের নিকলীতে ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে ও শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার বিরোধী শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান শেষে পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্যর কুফল বিষয়ক আলোচনা করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) সকালে ১০ এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।শপথ অনুষ্ঠানে প্রায় ৭০০ শিক্ষার্থী ও শিক্ষকগন অংশগ্রহণ করে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের এ্যাম্বাসেডর জসীম উদ্দিনের সভাপতিত্বে ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কোঅর্ডিনেটর রাখী গোপাল দেবনাথের সঞ্চালনায় শিক্ষার্থীদের শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সাফী উদ্দিন। শপথ অনুষ্ঠানে বক্তরা বলেন পলিথিন তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত হয়, যা পরিবেশ সুরক্ষায় মোটেও উপযোগী নয়। পলিথিন এমন একটি পণ্য, যা মাটির সঙ্গে মিশতে আনুমানিক দেড় হাজার বছর সময় লাগে। পলিথিন অপচনশীল পদার্থ হওয়ায় এর পরিত্যক্ত অংশ মাটির অভ্যন্তরে ঢুকে মাটির উর্বরতা হ্রাস ও মাটিতে থাকা অণুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। পলিথিন শুধু মাটির গুণাগুণ নষ্ট করছে তা-ই নয় বরং বিপন্ন করে তুলছে আমাদের প্রকৃতি ও পরিবেশকে।শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক রতীন্দ্র চক্রবর্তী, সহকারী শিক্ষক শেখ ইমন,শরীরচর্চা শিক্ষিকা সালমা ডালী, সহকারী শিক্ষক ফাতেমা খাতুন, ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কো- কোঅর্ডিনেটর হবিন মিয়া ও ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কো- কোঅর্ডিনেটর সায়মা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষকগণ ও সংগঠনের সদস্যরা । শপথ ও আলোচনা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষকগন, ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যরা ও শিক্ষার্থীরা বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করে। SHARES সারা বাংলা বিষয়: