খুলনায় যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

মোঃ মাসুম বিল্লাহ রায়হান ।। খুলনা জেলা ২১ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার সন্ত্রাসীদের চুরির আঘাতে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই মৃত্যু প্রসঙ্গে বিএনপির নেতাকর্মীরা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে তাকে হত্যা করা হয়েছে। গতকাল তাকে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে খুলনা জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখান উপস্থিত হন এবং এই খুনের সাথে জড়িত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সন্ত্রাসীদের দৃষ্টামূলক শাস্তির দাবি করেন এবং তারা আরো বলেন, আওয়ামী সন্ত্রাসীদের আর প্রশ্রয় দেয়া হবে না, তারা যেন এই ধরনের আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের গতি কঠোর দৃষ্টির নির্দেশনা দেন।