সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামী মহাদান ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

কবীর আহমেদ ।। সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং মহাদান ইউনিয়ন শাখার উদ্যোগে বনগ্রাম পশ্চিম পাড়ায় ২০ জানুয়ারী ‘২৫ রোজ সোমবার বাদ মাগরিব এক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদান ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ জালাল উদ্দিন। উক্ত ইউনিয়নের অর্থ সম্পাদক অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় মুমিনের গুনাবলীর উপর পবিত্র কুরআন থেকে দারস্ প্রদান করেন উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হানিফ উদ্দিন। দারস্ শেষে উপস্থিত অতিথি বৃন্দ বক্তব্য প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন, উপজেলা  শূরা ও কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আলহাজ্ব শামীম হোসাইন সোহেল, ৫ ও ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ ওয়াসিম উদ্দিন, সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ, অর্থ সম্পাদক মোঃ সাইদুর রহমান, বনগ্রাম পশ্চিম পাড়া ইউনিটের সভাপতি মোঃ সোলাইমান খান, সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড শিবপুর ইউনিটের সভাপতি মোঃ শরীফ উদ্দিন শ্রাবন প্রমূখ। বক্তারা ইসলামী আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে এক আল্লাহকে মাবুদ ও জীবনের সর্বক্ষেত্রে রাসূল (স:) এর অনুসরণ করতে বলেন। দেশকে আদর্শ ও ইসলামী রাষ্ট্র  হিসেবে গড়ে তুলতে অসৎ নেতৃত্ব দূর করে সর্বক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান, নির্ভীক ও আল্লাহ ভীরু নেতা নির্বাচন করতে বলেন। সবশেষে উপস্থিত সকলের মঙ্গল ও হেদায়াত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জালাল উদ্দিন।